দর্পণ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবদুর রহমান এ কথা বলেন, ‘দেশের প্রচলিত আইন অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন ও রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন না।’।
তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অশ্রুসজল নয়নে জাতির সামনে বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়াই তারা এবার নির্বাচনে অংশ নেবেন। কারণ তারা জানতেন বিএনপি যতই রাজনৈতিকভাবে খালেদা জিয়ার মুক্তি দাবি করুক না কেন, আইনের চোখে তিনি একজন এতিমের টাকা আত্মসাৎকারী, সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজ।
খালেদা জিয়ার মুক্তি চেয়ে জাতীয় ঐক্যফ্রন্টের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ড. কামাল হোসেন সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। ১৯৭২ সালের সংবিধানের জন্মলগ্ন থেকেই সংবিধানে অনুচ্ছেদ ৬৬ লেখা রয়েছে। ড. কামাল হোসেন আজ ক্ষমতার মোহে সংবিধানের এই অনুচ্ছেদের বিরোধিতা করছেন।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, প্রকৌশলী আবদুস সবুর, অ্যাডভেকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মারুফা আক্তার পপি প্রমুখ।