দর্পণ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির প্রতিবাদ করায় ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় ইউসুফ আল-মামুন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত এবং লালন ফকির (৫৬) আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি চৌরাস্তার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত ইউসুফ নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। আহত লালন ফকির ওই ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি।
আহত লালন ফকিরের ভাই আফসার ফকির জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওই মোড় এলাকায় একটি চায়ের দোকানে আড্ডার সময় মজিদ নামে এক ব্যক্তি প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করে। এর প্রতিবাদ জানান, ইউসুফ আল-মামুন। এক পর্যায়ে দুজনের মধ্যে বিতর্কের ঘটনা ঘটে। এ সময় আরো লোকজন এসে ইউসুফকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে আমার বড় ভাই সাত নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি লালন ফকির ছুটে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। আহত লালন ফকিরকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে নর্থ চ্যানেল ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরউদ্দিন জানান, আমি এলাকায় ছিলাম না। তবে শুনেছি চায়ের দোকানে বসে আড্ডার এক পর্যায়ে মজিদ ও ইউসুফের মধ্যে আওয়ামী-বিএনপি নিয়ে বিতর্কের জেরে এ ঘটনা ঘটেছে।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে এ ঘটনা ঘটানো হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।