দর্পণ ডেস্ক : ‘ড. কামাল হোসেন জনগণের সঙ্গে ঐক্য না করে বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে ঐক্য করেছেন। এখন চক্রান্ত করছেন। তবে এ দেশের মানুষ ভোটের মাধ্যমে তা প্রতিহত করবে। পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচন ঠেকাতে পারে। জ্বালাও-পোড়াও ও আন্দোলনে ব্যর্থ দলকে আর কোনো দিন জনগণ ভোট দেবে না। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।’

মঙ্গলবার বিকেলে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

তিনি বলেন, ‘এবারের নির্বাচনেও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দলের অবিস্মরণীয় বিজয় হবে। এ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিরাজগঞ্জের ছয়টি আসনেই নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে’।

এ নির্বাচনী জনসভায় বক্তব্যের মধ্য দিয়ে মোহাম্মদ নাসিমের নেতৃত্বে কেন্দ্রীয় ১৪ দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হলো। এর আগে দিনের শুরুতে নাসিম তার নির্বাচনী এলাকা বহুলীতে আয়শা-রশিদ বিদ্যানিকেতনে ছাত্র-অভিভাবক সমাবেশে বক্তব্য দেন। মোহাম্মদ নাসিম ব্যক্তিগত নিরাপত্তা ও পতাকাবিহীন গাড়ি নিয়ে প্রচারে অংশ নেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা গত নির্বাচনে আসেন নাই। ভুল করেছিলেন। এবার দলের অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনে অংশ নিয়েছেন। সুখের কথা। কিন্তু নির্বাচন নিয়ে কোনো ফাউল গেম খেলবেন না। ফাউল গেম খেললে এ দেশের জনগণ লাল কার্ড দেখিয়ে নির্বাচনী মাঠ থেকে বের করে দেবে।’