লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরে তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করণের লক্ষ্য নিয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং টিআইবি’র আয়োজনে ও জেলা প্রশাসনের তত্বাবধানে দুইদিন ব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে কানাইখালী মাঠে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব ড. মোঃ রাজ্জাকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সনাক নাটোর শাখার সভাপতি রনেন রায়। মেলায় দূর্নীতি বিরোধী আলোচনা, গণশুনানী, বিতর্ক ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থার আয়োজন করা হয়েছে। দুইদিন ব্যাপী আয়োজিত এই মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন বিভাগ থেকে ৫৬টি ষ্টল দেয়া হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.