দর্পণ ডেস্ক : লতা মুঙ্গেশকর ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী। এখন পর্যন্ত তিনি দেশি-বিদেশি মিলিয়ে হাজারের ওপর সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। গানের সুরে কয়েক দশকজুড়ে তার বিজয়ী বিচরণে বিমোহিত হয়েছে বিশ্ব। সুরেলা কণ্ঠের এই অধিকারী ঘরে তুলেছেন একাধিক পুরস্কারও। সম্প্রতি গুজব রটে গান গাওয়া থেকে অবসর নিয়েছেন ৮৯ বছর বয়সী এই সঙ্গীতশিল্পী!
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটে, লতা মুঙ্গেশকর আর গান গাইবেন না। এমন খবরে নাখোশ হন লতা। অনেকটাই বিরক্ত হয়ে বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন তিনি।
এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে লতা বলেন, ‘জানি না কারা, কে কেন এই গুজব ছড়াচ্ছে! আমি একটি কথাই বলব, যাদের কোনো কাজ নেই, তারাই কেউ এমনটা করছে।’
লতা মঙ্গেশকর জানান, ৫ বছর আগে অর্থাৎ ২০১৩ সালে মারাঠি ভাষায় একটা গান গেয়েছিলাম। ওই সময় সংগীত পরিচালক সলিল কুলকার্নি গানটা তার কাছে নিয়ে আসেন। আর এই গানটি লিখেছেন প্রখ্যাত কবি বালাকৃষ্ণ ভগবন্ত বরকার। গানটি গাওয়ার ব্যাপারে লতা মঙ্গেশকর রাজি হন।
তিনি আরও জানান, এই কবির কোনো কবিতা থেকে এর আগে আমি কোন গান গাইনি। কিন্তু তখন একবারও ভাবতে পারিনি, কিছু নিচু মনমানসিকতার মানুষ এটিকে আমার শেষ গান হিসেবে গুজব বলে রটিয়ে দেবে।’
অবসর প্রসঙ্গে লতা বলেন, ‘আমি মোটেই অবসর নিচ্ছি না। জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যাব। সংগীত আমার অস্তিত্বে মিশে আছে।’
দু’দিন আগে থেকে এ বিষয়ে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বার্তা পাচ্ছি, ফোন পাচ্ছি। আমার অবসরের কথা শুনে অনেকেই বিষ্ময় প্রকাশ করেছেন।’