দর্পণ ডেস্ক : মাধুরী দিক্ষিত নব্বই দশকের সাড়া জাগানো অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন তিনি। জানা গেছে, এবার ভোটের মাঠে লড়বেন ‘দিল’খ্যাত এই অভিনেত্রী।

এনডিটিভি জানায়, ভারতে ২০১৯ সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপির হয়ে আগামী লোকসভা নির্বাচনে লড়বেন মাধুরী। এই বছরের জুনে, বিজেপির প্রধান অমিত শাহ মুম্বাইয়ে মাধুরী দীক্ষিতের বাসভবনেই একটি অনুষ্ঠানে সাক্ষাৎ করেন তারা। তখন থেকেই গুঞ্জন ওঠে, বিজেপির হয়ে মাধুরীর আসন্ন লোকসভা নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি।

মহারাষ্ট্রের বিজেপির প্রবীণ এক নেতা মাধুরীর নির্বাচনে অংশগ্রহণের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৯ লোকসভা নির্বাচনে মাধুরী লড়ছেন। পুনে কেন্দ্রের দলীয় প্রার্থী হিসেবে মাধুরীর নাম তালিকাতেও রয়েছে।

৫১ বছর বয়সী এই অভিনেত্রী বিখ্যাত সব সিনেমায় অভিনয় করে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।