দর্পন ডেস্ক: লোকসঙ্গীতের কিংবদন্তি শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সাভারের নিজ বাসায় স্ট্রোকে আক্রান্ত হন এই শিল্পী।

এরপর রাত ৮টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

কাঙ্গালিনী সুফিয়ার মেয়ে পুষ্প বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার মা গত মঙ্গলবার ব্রেন স্ট্রোক করেন। তখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

স্ট্রোকের সমস্যা ছাড়াও কিডনি, হার্টের কঠিন অসুখে ভুগছেন কাঙ্গালিনী সুফিয়া। দেখছেন না চোখেও। এমন সব জটিল অসুখ সাড়াতে প্রয়োজন অনেক অর্থের। যা যোগান দিতে পারছে না তার পরিবার। সেজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেছেন।

সুফিয়া কন্যা পুষ্প বলেন, ‘আমার মা সারাজীবন মানুষের জন্য গান করে বেড়িয়েছেন পথে পথে। এই দেশের মানুষও আমার মাকে অনেক কিছু দিয়েছে, রাষ্ট্রও তাকে অনেক স্বীকৃতি দিয়েছে। সেজন্য আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আজ জীবনের শেষপ্রান্তে এসে তিনি নানা অসুখে ভুগছেন।

অর্থের অভাবে তাকে সুস্থ করা যাচ্ছে না। চিকিৎসকরা বলছেন উন্নত চিকিৎসা প্রয়োজন। যার ব্যায়ভার আমাদের পক্ষে বহন করা সম্ভব না। সেজন্য আমরা প্রধানমন্ত্রীর সাহায্য চাই।’

এদিকে কাঙ্গালিনী সুফিয়ার নাতি শাহরিয়ার হাফিজ বলেন, ‘আমার নানি সারাজীবন গান করেছেন। কিন্তু অর্থের পেছনে ছুটেননি কখনো। তিনিও অভাবে জীবন কাটিয়েছেন, তার সন্তানেরাও অভাবে।

এত বড় গুণী মানুষ, অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। কিন্তু নানিকে পুরোপুরি সুস্থ করতে অনেক টাকার প্রয়োজন। সেইজন্য আমরা মমতাময়ী, সংস্কৃতিবান্ধব নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চাই।

আমার নানি গর্ব করে বলতেন শেখের বেটি দরদী মানুষ, তার গানের ভক্ত। প্রধানমন্ত্রী অনেক আগে কথা দিয়েছিলেন কাঙ্গালিনী সুফিয়ার জন্য কিছু করবেন। আশা করছি এই অসময়ে তিনি নানির চিকিৎসায় পাশে থাকবেন।’

উল্লেখ্য, কাঙ্গালিনী সুফিয়ার প্রকৃত নাম টুনি হালদার। তিনি ১৯৬১ জন্মগ্রহণ করেন। সুফিয়া বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীদের অন্যতম। ‘কোনবা পথে নিতাইগঞ্জে যাই, ‘পরাণের বান্ধবরে, বুড়ি হইলাম তোর কারণে, ‘নারীর কাছে কেউ যায় না’, ‘আমার ভাটি গাঙের নাইয়া প্রভৃতি গানের জন্য তিনি বিখ্যাত সুফিয়া এদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

গানের স্বীকৃতি স্বরূপ কাঙ্গালিনী সুফিয়া ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।