দর্পণ ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন বিখ্যাত অভিনেত্রী কবিতা কৌশিক। একতা কপূরের ‘কুটুম্ব’ ধারাবাহিকে মুখ দেখিয়েছিলেন কবিতা। তার পর থেকেই ছোট পর্দায় তিনি তুমুল জনপ্রিয়।
সম্প্রতি কবিতার কিছু ছবি ভাইরাল হয়েছে। আর তাতেই মত্ত পুরো নেটদুনিয়া। ‘কাহানি ঘর ঘর কি’ ধারাবাহিকেও কবিতাকে দেখা গিয়েছিল। তবে কবিতা তবে সব থেকে বেশি জনপ্রিয়তা পান ‘এফ আই আর’(২০০৬) ধারাবাহিকে চন্দ্রমুখীর ভূমিকায় অভিনয় করে।
দিল্লি থেকে মুম্বাই পাড়ি দিয়ে রীতিমতো অডিশন দিয়ে ‘কুসুম’ ধারাবাহিকে সুযোগ পান তিনি। ২০০৪ সালে তার বলিউডে আত্মপ্রকাশ। ‘এক হাসিনা থি’ ছবিতে সেইফ আলি খানের বান্ধবীর ভূমিকায় অভিনয় করেন তিনি।
টিভি অভিনেতা করণ গ্রোভারের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়েছিল। দু’জনকে এক সাথে ডান্স রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে’-তেও দেখা যায়। এর কিছু দিন পড়ে এই কবিতা-করণের ব্রেক আপ হয়ে যায়। এর পরে প্রিয় বন্ধু রণিত বিশ্বাসের সঙ্গে সম্পর্কসূত্রে বাঁধা পড়েছেন কবিতা।