দর্পণ ডেস্ক : হ্যাশট্যাগ মিটুর অভিযোগ ক্রমেই চেপে বসছে অভিনেতা অলোক নাথের ওপর। বিনতা নন্দা, সন্ধ্যা মৃদুলের পর তার বিরুদ্ধে মুখ খুললেন এবার ‘হাম সাথ সাথ হ্যায়’র এক ক্রু।

তিনি দাবি করেছেন, অলোক নাথ তার সামনে নগ্ন হয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন। ওই নারী আরো জানান, ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় তার সামনেই পোশাক খুলেছিলেন অলোক নাথ। তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে হাত ধরে তাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করেছিলেন বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, ‘রাতের একটি দৃশ্যের শুটিং চলছিল তখন। আমি অলোক নাথের কস্টিউম নিয়ে গিয়েছিলাম। তার হাতে কস্টিউমটা দিতেই তিনি আমার সামনে জামাকাপড় খুলতে শুরু করলেন। অস্বস্তিতে পড়ে আমি পিছন ফিরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কোনোক্রমে হাতটা ছাড়িয়ে নিয়ে পালিয়ে যাই।

এমন অভিযোগ করলেও, পরিচয় প্রকাশ করতে চাননি ওই মহিলা। এই অভিযোগ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি অলোক নাথের কাছ থেকে।