দর্পণ ডেস্ক : ইন্ডিয়ান গট ট্যালেন্টের প্রতিযোগী দীপক কালালের সঙ্গে এ মাসের ৩১ ডিসেম্বর মার্কিন মুল্লুকের লস অ্যাঞ্জেলেসে বিয়ের পিঁড়িতে বসবেন রাখি। কিন্তু রোববার শোনা গেল এর উল্টো খবর, রাখি সাওয়ান্ত ও দীপক কালারের বিয়ের সমস্ত আয়োজনই নাকি ছিল ভুয়া।

সম্প্রতি রাখি সাওয়ান্তের হবু স্বামী দীপক কালাল ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। তাতে তিনি রাখিকেই ট্যাগ করেছেন।সেই ভিডিওতে দীপক লিখেছেন,  তাদের বিয়ে ভেঙে গেছে, গোপনে কেউ তাদের যোগাযোগ করতে পারেন চাইলেও। আর এরপরই ছড়িয়ে যায় ভিডিওটি।

এই ভিডিওটি দেখে বোঝার উপায়ও নেই যে, দীপক মজা করছেন না সত্যিকারের ঘটনা এটি।ওই ভিডিওতে একটি মেয়েকে জান হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, ‘সারা ভারতজুড়ে মেয়ে দেখা চলছে তার জন্য।’

এছাড়া একজন নারীকে মা হিসেবে উল্লেখ করে তার কাছ থেকে আশীর্বাদও নিতে দেখা গেছে দীপককে। পাশের তরুণীও নিলেন আশীর্বাদ। এটা নিছকই মজা নাকি অন্য কিছু এ নিয়ে কিছুই বলেন নি দীপক।