দর্পণ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছন, নির্বাচন পর্যন্ত বিশ্ব ইজতেমার মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে বলে। তিনি বলেন, নির্বাচনের পর আলোচনার মাধ্যমে সময় নির্ধারণ করে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
শনিবার ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা সাদ ও ইব্রাহিম গ্রুপের সংঘর্ষ ও বিবাদ নিষ্পত্তি করতে ডাকা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দুই গ্রুপের বিবাদ নিষ্পত্তি করার উদ্যোগও নেয়া হবে।
এর আগে বিশ্ব ইজতেমা মাঠের দখল নিয়ে তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে হামলা, সংঘর্ষ ও ইটপাটকেলে একজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক তাবলিগ জামাতের অনুসারী।
ঘটনার জন্যে পরষ্পরকে দায়ী করে প্রতিবাদে বিক্ষোভ ও যানবাহনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুই পক্ষ।