দর্পণ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) পূণ্যভূমি সিলেট থেকে যে কোনো বড় কাজ শুরু করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও যথারীতি সিলেট সফরে আসছেন তিনি। এখনও সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে আগামী ১১ ডিসেম্বর প্রধানমন্ত্রী আসতে পারেন। এ সফরে মাজার জিয়ারতের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীতে নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন।
বৃহস্পতিবার রাতে গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী সিলেটসহ দেশের কয়েকটি জেলা সফরের দিনক্ষণ চূড়ান্ত করার নির্দেশ দেন বলে জানা গেছে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান জানান, শিগগির প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেট সফরের দিনক্ষণ নিয়ে আলোচনা হবে। এবারের সফরে প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করবেন। নির্বাচনী আইন মেনে জনসভার স্থান ও সময় নির্ধারণ হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ জানুয়ারি সিলেট থেকে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বলে জানান তিনি।