দর্পণ ডেস্ক : ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্বাগত জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবার নিরপেক্ষ নির্বাচন হবে, ফলে এটি খুবই গুরুত্বপূর্ণ। আর এ নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের আগামীর ভাগ্য নির্ধারিত হবে। জনগণ, দেশ উন্নয়নের পথে থাকবে নাকি পিছিয়ে পড়বে- তা ঠিক হবে।
পৌর আওয়ামী লীগ আয়োজিত শুক্রবার সন্ধ্যায় এক ঘরোয়া কর্মিসভায় তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, এবার অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আওয়ামী লীগ আবার বিজয়ী হবে। শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হবেন। নির্বাচন সরকারের অধীনে হলেও দক্ষতার সঙ্গে তা পরিচালনা করে চলেছে নির্বাচন কমিশন।’
তিনি জানান, নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি কেউ যেন কারো সঙ্গে বিবাদে না জড়ান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচনী কাজ করেন।
সাংবাদিকদের উদ্দেশে তোফায়েল আহমেদ ভোলায় তার সময়ে করা উন্নয়নের চিত্র তুলে ধরেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পৌর কমিটির উদ্যোগে এই ঘরোয়া সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র মো. মনিরুজ্জামান মনির। আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতারা ।