দর্পণ ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশের মানুষের কাছে জামায়াতের নেতাদের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন। জামায়াতে ইসলামীর প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াতের সদস্যদের উচিত তাদের অতীত কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া। তাদের নিজের জন্য না, তাদের পিতা ও অতীত কর্মের জন্য। পিতা যদি অন্যায় করে থাকে তবে তার দায়ভার তো সন্তানের ওপর বর্তাবে না। তবুও, পিতার জন্য ক্ষমা চাওয়া উচিত।
সরকার মানুষের বাক রোধ করছে। আইনকে কত ভাবে অপপ্রয়োগ করা যায় তা দেখিয়েছে। এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে না, তবে সুষ্ঠু করার জন্য মাঠে থাকতে হবে বলে মন্তব্য করেন।
তিনি বলেন, জনগণ আপনাদের পক্ষে আছে। যেখানে যাই, এটা আমি দেখতে পাই। বাতাস আপনাদের পক্ষে আছে। এই সরকার টিকতে পারবে না। নৌকা ডুবে গেছে। এই নৌকাকে আর উঠানো যাবে না।
আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ বক্তব্য রাখেন অন্যান্য নেতারা।