দর্পণ ডেস্ক : অনেক মুক্তিযোদ্ধা আছে জামায়াতে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের এমন মন্তব্যের সমালোচনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, তারা (জামায়াত) বাংলাদেশের শত্রু। টর্চের আলো জ্বালিয়েও অন্ধকারে জামায়াতের মধ্যে একজন মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে বলেন, নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো। সুন্দর পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।
শুক্রবার নগরীর টিলাগড় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে জুমার নামাজ আদায় করেন তার ছোট ভাই সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন।
সিলেট-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ইনাম আহমদ বৃহস্পতিবার সকালে নগরীর ধোপাদিঘীর পাড়ে অর্থমন্ত্রীর পারিবারিক বাসা ‘হাফিজ কমপ্লেক্সে’ গিয়েছিলেন। এ সাক্ষাৎ নিয়ে ক্ষুব্ধ বিএনপির কতিপয় নেতাকর্মীরা।
তাদের এ মনোভাবের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে মুহিত বলেছেন, বিএনপির মনমানসিকতা ছোট, কিন্তু ইনাম আহমদ চৌধুরীর মনমানসিকতা এত ছোট নয়। ইনাম আহমদের সঙ্গে আমাদের তিন প্রজন্মের পারিবারিক সম্পর্ক। ইনামের বাবা চাকরি শুরু করেন আমার দাদার সঙ্গে। ইনামের বড় ভাই ফারুক চৌধুরী আমার ঘনিষ্ঠ বন্ধু। ইনামের সঙ্গে সম্পর্ক এত সহজে কাটবে না, চিরদিনই থাকবে। নির্বাচন করছে আরেক দলে, তো কী হয়েছে!
বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে ইনাম আহমদ দলের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির বিষয়ে আলোচনা করতে অর্থমন্ত্রীর বাসায় গিয়েছিলেন বলে জানান। অর্থমন্ত্রী বলেন, ভদ্রভাবে সে (ইনাম আহমদ) অভিযোগ করেছে, তার নেতাকর্মীদের পুলিশ হয়রানি করছে। বলেছি, পুলিশের একটি ব্ল্যাক লিস্ট থাকে। সেটা অনুযায়ী তারা অভিযান চালায়, গ্রেফতার করে। এই ব্ল্যাক লিস্ট রাজনৈতিক বিবেচনায় হয় না। তবে মাঝে মধ্যে ভুল হতে পারে।