দর্পণ ডেস্ক : সোশ্যাল মিডিয়ার অফিশিয়াল একাউন্ট থেকে ‘খান’ পদবি বাদ দিলেন তিনি। আবার ‘এএম’ লেখা লকেট পরে ঘুরছেন প্রকাশ্যেই। তা হলে কি ‘এ’অর্থাৎ অর্জুন কাপুর আর ‘এম’- অর্থাৎ মালাইকা, সেটাই হয়তো বুঝতে চাচ্ছেন তিনি।

অর্জুন-মালাইকার সম্পর্কের জল্পনা বলিউড মহলে নতুন নয়। দিন কয়েক আগে ‘কফি উইথ করণ’-এ গিয়ে তিনি যে সিঙ্গল নন, এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্জুন। তারপরই এই জুটির বিয়ের জল্পনা আরো দৃঢ় হচ্ছে। এর মধ্যেই মালাইকার লকেটে ‘এএম’ লেখা দেখে বলিউড মহলের একটা বড় অংশ বলতে শুরু করেছেন, এর অর্থ অর্জুন এবং মালাইকার নামের আদ্যক্ষর।

২০১৭-এর মে মাস নাগাদ আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন মালাইকা। শোনা গিয়েছিল, তার কারণ অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্ক। যদিও তা নিয়ে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি কোনো তারকা। বিবাহ-বিচ্ছেদের পরও অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে ‘খান’ পদবি সরাননি মালাইকা। এতদিন পর সেই কাজটাই করলেন। আর তাতেই অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা আরো জোরদার হচ্ছে।