দর্পণ ডেস্ক : প্রতিবছর ডায়াবেটিসের কারণে মারা যাচ্ছে পাঁচ লাখের বেশি মানুষ। বিশ্বে বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৪২ কোটি ৫০ লাখ। আর প্রতিবছরই আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হারে বেড়ে ২০৩০ সাল নাগাদ এই সংখ্যা দাঁড়াবে ৫১ কোটি ১০ লাখে।
তবে গবেষকরা আশঙ্কা করছেন, সেই হারে বাড়বে না এই রোগে আক্রান্তদের প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের সরবরাহ। ফলে ২০৩০ সাল নাগাদ বিশ্বের চার কোটির বেশি রোগী ইনসুলিন পাবেন না।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানেও প্রায় অর্ধেক টাইপ টু ডায়াবেটিস রোগী ইনসুলিন পান না। ২০১৮ সালে সারা বিশ্বে যেখানে ছয় কোটি ৩০ লাখ ইনসুলিন দরকার সেখানে সরবরাহ আছে মাত্র তিন কোটি ৩০ লাখ। আর ২০৩০ সালের সাত কোটি ৯০ লাখের বিপরীতে সরবরাহের সক্ষমতা আছে মাত্র তিন কোটি ৮০ লাখ।
গবেষণায় নেতৃত্বদানকারী স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডাক্তার সঞ্জয় বসু বলেন, ছোঁয়াচে নয় এমন রোগ বিশেষ করে ডায়াবেটিসের বিস্তার রোধে জাতিসংঘের নানা পদক্ষেপ সত্ত্বেও বর্তমানে চাহিদার তুলনায় ইনসুলিনের প্রাপ্যতা অনেক কম। আগামী ১২ বছরে বার্ধক্য, নগরায়ন, খাদ্যাভাস ও শারীরিক কাজকর্মের ধরনে নানা পরিবর্তনের কারণে গোটা বিশ্বেই টাইপ টু ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে যাবে। উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশগুলোতে এ বৃদ্ধির হার অনেক বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদন বলছে, কেবল ডায়াবেটিসের হার কমাতে পারলে সারা বিশ্বের স্বাস্থ্য খাতেই ১১ শতাংশ ব্যয় কমানো সম্ভব।