দর্পণ ডেস্ক : আওয়ামী লীগ একের পর এক ফাউল করে যাচ্ছে অথচ সরকার ও নির্বাচন কমিশন নিশ্চুপ। ইসি সরকারের সহায়ক ভূমিকা পালন করছে, এভাবে চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
তিনি আরও বলেন, ২০১৪ সালের মতো আরও একটি প্রহসনের নির্বাচন করতে সরকার গ্রেফতার বাণিজ্য অব্যাহত রেখেছে। তিন মাস আগে মিথ্যা ও গায়েবি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা তেজগাঁও থানা ছাত্রদলের নেতা আবদুল্লাহ আল তামিম বুধবার গাজীপুর জেলে মারা গেছেন। কারা কর্তৃপক্ষের অবহেলা ও সরকারের নির্যাতনেই তার মৃত্যু হয়েছে।
নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, মির্জা আব্বাসের বাসা কয়েক দিন ধরে পুলিশ ঘিরে রেখেছে। তার বাসায় ঢোকা ও বেরোনোর সময় আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে আইনশৃঙ্খলা বাহিনী। গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত ৫০ থেকে ৬০ জনকে গ্রেফতার করেছে।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের লোকজন আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে ফিরে আসার সময়। পরে বিএনপির কার্যালয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, জাতীয় ঐক্যফ্রন্টসহ ২০ দলীয় জোট নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পর থেকে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। নেতাকর্মীদের মনোনয়নপত্র জমা দিতে পদে পদে বাধা দেয়া হচ্ছে। মামলায় আসামি করা হচ্ছে। অনেকে নিখোঁজ হচ্ছে- এভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।