দর্পণ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকায় অভিষেক হলো নতুন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের। রীতি অনুযায়ী বঙ্গভবনে গিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া পরিচয়পত্র বাংলাদেশের রাষ্ট্রপতির হাতে জমা দেন।

মার্কিন দূতাবাস জানিয়েছেন, পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত রাষ্ট্রদূত। তিনি ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণ তথা এ অঞ্চল এবং বিশ্ব সম্প্রদায়ের স্বার্থেই দুই দেশের বন্ধন সুদৃঢ় সম্পর্কের তাগিদ দিয়েছেন তিনি। এদিকে বঙ্গভবনে পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, নতুন মার্কিন রাষ্ট্রদূতকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আবদুল হামিদ রাষ্ট্রদূতকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন।

নয়া দূতের দায়িত্ব পালনকালে ওই সম্পর্ক আরো সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান। এর আগে নতুন মার্কিন দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অব অনার দেয়।

দায়িত্ব নিতে গত ১৮ নভেম্বর ঢাকায় পৌঁছান মার্কিন কূটনীতিক রবার্ট মিলার। তার আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে সিনেটে তার শপথ হয়। ওয়াশিংটনের ওই শপথ অনুষ্ঠানে ঢাকার সদ্য সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা ও উইলিয়াম বি মাইলাম এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। গত জুলাই মাসে পেশাদার কূটনীতিক আর্ল রবার্ট মিলারকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগের কথা ঘোষণা করে হোয়াইট হাউজ।