দর্পণ ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শুধু টালিগঞ্জের দর্শকদের কাছেই জনপ্রিয় নন, জনপ্রিয় ঢালিউড দর্শকদের কাছেও। তার আবেদনময়ী অভিনয়ের ভক্ত দুই বাংলাতেই সমান। ব্যক্তিগত ও নানা বিষয়ে খোলামেলা কথা বলে প্রায়ই খবরের শিরোনাম হন এ অভিনেত্রী।
তিনি বলেন, প্রথম সন্তান মেয়ে হলে অনেককেই বলতে শুনেছি, ঘরে লক্ষ্মী এলো। সেই কারণেই কিনা জানি না, বাড়িতে সবার আদরেই বেড়ে ওঠা আমি বরাবরই জেদি।
তিনি আরো বলেন, মাকে দেখেছি চিরকাল বাবাকে এবং পরবর্তীকালে আমাদের সবাইকে খানিক মানিয়ে চলতেন। স্যরি মা। ভেরি স্যরি। বাবা আসছে টিভি বন্ধ কর। কলেজ থেকে তাড়াতাড়ি ফিরো। আড্ডা মারতে যেও না। বাবা ফিরে এসে কিন্তু খুব অশান্তি করবে।
তিনি আরো বলেন, বাবাকে সঙ্গে নিয়ে অভিনয় করতে যেতাম। কোনো তিমি মাছ, হাঙর গিলতে আসেনি আমাকে। শুধু কিছু চারাপোনা একটু-আধটু জ্বালিয়েছিল। কিন্তু আমি চারাপোনা খাই না বলে, আমায় তারা জ্বালায়নি। হ্যাঁ, খুব বেশি হলে তাদের ছবিতে আমায় নেয়নি। কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না।
এক প্রোডিউসার বাবাকে ডেকে এক পার্টিতে বলেছিলেন, মিত্র সাহেব আপনার মেয়েকে হয়তো বিশেষ কারণে আমার ছবিতে কখনোই নেব না। তবে ওকে আমি খুব রেসপেক্ট করি। উত্তরে বাবা তার হাত ধরে বলেছিলেন, বাবা হয়ে এটা আমার দারুণ প্রাপ্তি। থ্যাঙ্ক ইউ স্যার। বিশেষ কারণটা সবিস্তারে বলতে হবে? জানি, আপনারা বুদ্ধিমান।
শ্রীলেখা আরো বলেন, তোষামোদ প্রিয় মানুষ সর্বক্ষেত্রেই বিরাজমান। সে ইগো বুস্ট করতে কেউ তেল চায়। কেউ সেক্স। কেউ বা দুটোই। যারা দেন, তারা দেন। ভালো করেই দেন। যারা দেন না, তাদের আমার মতো, কিচ্ছু যায় আসে না।
আমার প্রচার কম। কাগজে বড় বড় ছবি ছাপা হয় কম। তাতে কিচ্ছু যায় আসে না। যার যত ক্ষমতা, ক্ষমতা টাকার হোক বা কাজ দেয়ার হোক, তার তত গর্জন।