দর্পণ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিজয়ের মাসে আবারো আওয়ামী লীগকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার রাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. একে আবদুল মোমেনের মনোনয়নপত্র জমাদানের পর কর্মীদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে নগরীর হাফিজ কমপ্লেক্সে এ বিশেষ সভার আয়োজন করা হয়। এ সময় অর্থমন্ত্রী বলেন, ডিসেম্বর মাস আমাদের জন্য যেমন দুঃখের মাস, আবার একই সঙ্গে এটা আমাদের বিজয়ের মাস। আর এ মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ৩০ ডিসেম্বরের এই নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয়ের মাধ্যমে দেশে আরেকটি বিজয় অর্জন করতে হবে।
জিততে না পারলে দেশের ও সরকারের নেতৃত্ব দিতে পারবো না। ২০০১ সালের নির্বাচনী প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এমএ মুহিত বলেন, সেবার জালিয়াতির নির্বাচনের কারণে আমাদের পরাজিত করা হয়েছে, এ সম্পর্কে আমরা দীর্ঘদিন প্রতিবাদ জানিয়েছি। অথচ আমাদের সরকারের আমলে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন পরিচালনা করেছি। নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। নির্বাচন কমিশনকে শক্তিশালী ও নিরপেক্ষ করা হয়েছে। নির্বাচনের পরিবেশ এমনভাবে করা হয়েছে যে, এখন ভোট জালিয়াতির কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, আগামী নির্বাচন অন্য যেকোনো নির্বাচন থেকে গুরুত্বপূর্ণ। এখানে আমাদের জয়লাভ করতে হবে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় কর্মিসভায় বক্তব্য রাখেন সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. একে মোমেন। এছাড়া আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।