দর্পণ ডেস্ক : প্রথম টেস্ট জয় এসেছে দেশের মাটিতে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আজ ঢাকা টেস্ট শুরু হচ্ছে দলটির বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি। সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে কেটেছে ১৬ বছর ধরে দেশের মাটিতে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট জয় না পাওয়ার আক্ষেপ। এবার অপেক্ষা করছে নতুন ইতিহাস।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান মুখিয়ে আছেন সিরিজটি ২-০ তে জিতে নিতে। গতকাল সেই হুংকারও দিয়েছেন তিনি। ম্যাচের লক্ষ্য নিয়ে অধিনায়ক সাকিব বলেন, ‘বাংলাদেশের জন্য স্পেশাল হবে যদি আমরা ২-০ তে জিততে পারি।
যদি সেটা কোনোভাবে না হয় তাহলে আমাদের অবশ্যই লক্ষ্য যেন ১-০ তে সিরিজ জেতার। এই ম্যাচেও চার স্পিনার নিয়ে খেলতে পারে টাইগাররা। কিন্তু হিসাব এত সহজ হবে না এটি সাকিবেরও জানা।
ক্যারিবীয়রাও মুখিয়ে আছে জয়ে ফিরতে। বিশেষ করে চট্টগ্রাম টেস্টে তারা ৬৪ রানে হারলেও লড়াই করেছেন দারুণভাবে। বিশেষ করে বাংলাদেশ দলকে দ্বিতীয় ইনিংসে ১২৪ রানে গুটিয়ে দেয়া তাদের স্পিনারদের জন্য বড় প্রেরণা। তাই ঢাকা টেস্ট হতে পারে দুই দলের স্পিনারদের জন্য অগ্নিপরীক্ষা।
ঢাকা টেস্টের আগে বাংলাদেশকে বেশ কিছু বিষয় ভাবাচ্ছে তা অধিনায়ক সাকিব আল হাসানের কথাতেই স্পষ্ট। বিশেষ করে ওপেনিং নিয়ে বড় ধরনের চিন্তা থাকছেই। তামিম ইকবাল ইনজুরির কারণে ফিরতে পারেননি। ইমরুল কায়েসও একই কারণে ছিটকে পড়েছেন। তাই ওপেনিংয়ে আজ দেশের ক্রিকেটে নতুন মুখের আগমন হচ্ছে তা একেবারেই নিশ্চিত।
সৌম্য সরকারের সঙ্গে দেখা যাবে ২৩ বছর বয়সী সাদমান ইসলাম অনিককে। যাকে নিয়ে অধিনায়ক দারুণ আশাবাদী। অন্যদিকে ম্যাচের ঠিক আগে দল ভাবনায় অন্যতম ব্যাটিং ভরসা মুশফিকুর রহিমকে নিয়ে। দলের সাবেক অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিক রয়েছেন ইনজুরিতে। অনুশীলনের সময় ব্যথা পেয়েছেন আঙুলে। তবে মুশফিক খেলবেন বলেই জানিয়েছেন অধিনায়ক। তবে তার বিকল্প হিসেবে প্রস্তুতি রাখা হয়েছে লিটন কুমার দাসকে।
ঢাকা টেস্টে দল থেকে বাদ পড়লেও তাকে ফেরানো হয়েছে। কারণ মুশফিক ব্যাট করতে না পারলেও শেষ পর্যন্ত যদি কিপিং করতে না পারেন সেই ক্ষেত্রে লিটনকে দেখা যাবে মাঠে। তবে ওপেনার হিসেবে নয়, মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। আর তাহলে দলে আরো একটি পরিবর্তন তো করতেই হবে।