দর্পণ ডেস্ক : মালয়েশিয়ার কেলানতান রাজ্যর রাজা মুহাম্মাদ ভিকেকে ‘মিস মস্কো’ মুকুট জয়ী ও রাশিয়ার সাবেক মডেল ওকসানা ভোয়েভোদিনা ইসলাম গ্রহণ করে বিয়ে করেছেন।

ভিকের সঙ্গে বিয়ে হওয়ার পর দেশটির ওই অঞ্চলের রানির আসনে অধিষ্ঠিত হয়েছেন ওকসানা।

মিরর জানায়, ওকসানা ২৪ বছর বয়সী অর্থনীতিতে স্নাতোকত্তর সম্পন্ন করেছেন। ২০১৫ সালে মাত্র ২২ বছর বয়সে মিস মস্কো নির্বাচিত হন তিনি।

গত ২২ নভেম্বর ৪৯ বছর বয়সী রাজা মুহাম্মাদ ভিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ওকসানা। বিয়ের আগে এ বছরের ১৬ এপ্রিল ইসলাম গ্রহণ করেন তিনি। ইসলাম গ্রহণের পর নিজের নাম পাল্টে রাখেন রিহানা ওকসানা গরবাতেনকো।

তবে রাজা ভিকের সঙ্গে ওকসানার কীভাবে পরিচয় হলো এবং সেই পরিচয় কীভাবে পরিণয়ে রূপ নিল তা এখনো স্পষ্ট নয়। ওকসানার এটি প্রথম বিয়ে কিনা তা–ও জানা যায়নি। তবে এটি রাজার দ্বিতীয় বিয়ে বলে জানা গেছে।

মস্কোতে মালয়েশিয়ার রাজকীয় পোশাকে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন ভিকে।

বিয়ের অনুষ্ঠানটি ছিল পুরোপুরিভাবে অ্যালকোহলমুক্ত ও সেখানে সম্পূর্ণ হালাল খাবার পরিবেশন করা হয়।