গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে শাশুড়ী ও শ্যালিকাকে কুপিয়ে জখম করেছে জামাই কসাই আবু সাঈদ (৪০)। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর সদরের খামারনাচকৈড় খোয়ারপাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে।
তথ্য মতে জানা যায়, তালাকপ্রাপ্ত মেয়ে সুমি খাতুন (২৫) ওই মহল্লায় তার বাব ছাবিদুল ইলামের (৫৫) বাড়ীতে থাকে। সুমির দুলাভাই খামারনাচকৈড় মহল্লার আক্কাছ আলী প্রামানিকের ছেলে লম্পট সাঈদ বিভিন্ন সময় ওই শ্যালিকাকে কুপ্রস্তাব দেয়। তাছাড়া জোড়পুর্বক শাশুড়ীর জমি দখল করায় তাদের মধ্যে বিরোধ শুরু হয়। ঘটনার দিন জমির ওযুহাতে তাদের বাড়ীতে গিয়ে খারাপ উদ্দেশ্যে শ্যালীকার সাথে জোরাজুরির একপর্যায়ে শাশুড়ী এসে বাঁধা দেয়। জামাই ক্ষিপ্ত হয়ে শ্যালীকা ও শাশুড়ীকে কুপিয়ে জখম করে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মা-মেয়ে হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।
আহত সুমি খাতুন জানান, তিন বছর ধরে তালাকপ্রাপ্ত হয়ে তিনি বাবার বাড়ীতে থাকে। এরপর থেকে তার দুলাভাই আবু সাঈদ তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। ঘটনার দিন তাকে জোড়পুর্বক ধর্ষনের চেষ্টা করে। তার চিৎকারে তার মা এগিয়ে এলে তার মাসহ তাকে কুপিয়ে জখম করে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা জানান, বিষয়টি শুনেছি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এসকে আব্দুল্লা
০১৭২২২৯৯৬

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.