মিজানুর রহমান, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ঠাকুরগাঁও-২ আসনে ৬ বারের সাংসদ আলহাজ্ব মো. দবিরুল ইসলাম বলেছেন, নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

বৃহস্পতিবার (২৯নভেম্বর) দুপুরে তার বালিয়াডাঙ্গীর নিজ বাসভবনে দর্পণ প্রতিদিনকে একান্ত সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মনোনয়ন দাখিল হয়েছে। আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের কথা বলে ভোট চাইতে হবে। তাহলেই নৌকার বিজয় নিশ্চিত হবে।