দর্পণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান সমুদ্র বিবাদের প্রেক্ষিতে তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করতে পারেন। ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি পূর্ন প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহযোগিতা করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে আগামী জি-২০ সম্মেলনের ফাঁকে রুশ-মার্কিন প্রেসিডেন্টদের বৈঠকের কথা রয়েছে। এ বিষয়ে ওয়াশিংটন পোস্টকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা টিমের প্রতিবেদনের ভিত্তিতেই আমি সিদ্ধান্ত নেব। হয়তো আমি তার (পুতিন) সঙ্গে বৈঠক করব না। আমি এ ধরনের আগ্রাসন পছন্দ করি না। আমি কোনো আগ্রাসন চাইও না।

এই সংকট রাশিয়ার সঙ্গে ‘পূর্ণ যুদ্ধ’ বাধিয়ে দিতে পারে ইউক্রেন এমন হুঁশিয়ারি উচ্চারণ করার পর ট্রাম্প এ মন্তব্য করলেন।

এদিকে মস্কো জানিয়েছে, তারা শিগগির অধিকৃত ক্রিমিয়ায় আরো অত্যাধুনিক এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে।

এদিকে, মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নয়ার্ট জানিয়েছেন, ওয়াশিংটন রাশিয়ার বিরুদ্ধে আরো কঠিন নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছে।