দর্পণ ডেস্ক : বুধবার মনোনয়নপত্র জমা দিতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আসার পর সাংবাদিকদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচন করছি, সরকার যতই চেষ্টা করুক নির্বাচন থেকে দূরে সরিয়ে দেয়ার- আমরা সরব না। শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। নির্বাচনে জয়ী হয়ে, আন্দোলনে জয়ী হয়ে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করব।

খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারা নিয়ে আদালতের রায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন করার কথা কখনাে ভাবিনি। এটি আজ আমাদের জন্য অত্যন্ত হৃদয়বিদারক। নির্বাচনের ঠিক আগেই এ রায় ঘোষণার অর্থ হচ্ছে, দেশনেত্রীকে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখা। ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপিকে, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য। মঙ্গলবার বলেছি, জনগণ এ রায় মানবে না।’

খালেদা জিয়ার আসনে নির্বাচনের কী হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার জন্য রাখা আসনগুলোর মধ্যে বগুড়া-৬ (সদর) আসন থেকে আমাকে নির্বাচন করতে বলেছে পার্টি। বগুড়ার নেতাদের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়েছি। খালেদা জিয়ার নামেই এ আসনে ভোটে লড়ব।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সৈয়দপুর বিএনপির সাধারণ সম্পাদক, সৈয়দপুর পৌর মেয়র ও নীলফামারী-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, বিএনপি নেতা জিয়াউল হক জিয়া, দিনাজপুর-৪ আসনের প্রার্থী আখতারুজ্জামান মিয়া প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, মনোনয়ন ফরমে স্বাক্ষর করতে গিয়ে আমি ভারাক্রান্ত হয়েছি। অন্য নেতারাও হয়েছেন। ভরসা রাখছি, নির্বাচনে আমাদের জয় হবেই। এরপর মনোনয়নপত্র জমা দেয়ার জন্য ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল।