দর্পণ ডেস্ক : সুবর্ণা মুস্তাফা দেশের জনপ্রিয় অভিনেত্রী। নাট্য জগতে বিশেষ স্থান দখল করে আছেন তিনি। অন্যদিকে বাংলাদেশের অন্যতম মডেল সাদিয়া ইসলাম মৌ। একজন সফল নৃত্যশিল্পীও। সেই সঙ্গে টিভি নাটকে অভিনয় করেও পেয়েছেন সুখ্যাতি। তবে মজার বিষয় হচ্ছে এ দুই তারকা একে অপরের ভক্ত। বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে অনেক। আড্ডাও হয়েছে, কিন্তু একসঙ্গে কাজ করা হয়নি।

এবার সেটাও হলো। ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’-এর কর্ণধার বিপ্লব সাহার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বিশ্বরঙ-এর ফটোশুটে অংশ নিলেন তারা। কাজের মাধ্যমে প্রথমবার একফ্রেমে বন্দি হলেন দেশি শোবিজের এ দুই আইকন।

প্রথমবার একসঙ্গে কাজের অনুভূতি জানিয়ে সুবর্ণা মুস্তাফা বলেন, আমি মৌয়ের একজন ভক্ত। ওর মডেলিং, নৃত্য ও সৌন্দর্য সবই আমাকে মুগ্ধ করে। অবাক হলাম ওর সঙ্গে আমার কোনো কাজ করা হয়নি! বিশ্বরঙের কল্যাণে প্রথমবার কাজ করলাম ওর সঙ্গে। পোশাকের ফটোশুট হলেও এখানে আমাদের দেশের পতাকাকে প্রেজেন্ট করা হয়েছে। কনসেপ্টটা দারুণ ছিল। সময়টাও দারুণ কেটেছে। বিপ্লব সাহাকে ধন্যবাদ এমন একটি কাজের জন্য।

মৌয়ের পছন্দের তালিকায়ও শীর্ষে রয়েছেন সুবর্ণা মুস্তাফা। প্রথম কাজের অভিজ্ঞতা জানিয়ে মৌ বলেন, সুবর্ণা আপা আমাদের লিজেন্ড অভিনেত্রী। আমার পছন্দের মানুষ। প্রথমে বিপ্লব সাহা যখন তার সঙ্গে কাজের অফার দেন তখন আমার ভেতর অন্যরকম ভালোলাগা কাজ করছিল।

শটে যাওয়ার আগে বলেছিলাম আমরা কাজ করবো না গল্প করবো। যদি ভালো লাগে তাহলে কাজে সময় দেবো। বিপ্লব দাদা রাজি ছিলেন। সব শেষে আড্ডাও হয়েছে, কাজও হয়েছে। এটা আমার জন্য স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। কারণ আমি সুবর্ণা আপার সঙ্গে দীর্ঘ সময় আড্ডা দেয়াটা হাতছাড়া করতে চাইনি।