দর্পণ ডেস্ক : বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের গেম প্ল্যান খুব সুস্পষ্ট। সেটি হলো বাংলাদেশে একটি পক্ষই থাকবে- আওয়ামী লীগ ও তার দোসররা। কোনো ভিন্নমত, ভিন্ন বিশ্বাস থাকতে পারবে না।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি প্রশ্নসাপেক্ষ। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
নির্বাচনে খালেদা জিয়ার প্রার্থী হওয়া নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্যকে দুরভিসন্ধিমূলক বলেন রিজভী।
তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের মন্তব্যে দেশবাসী হতবাক। তিনি সাফ বলে দিলেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নির্বাচনে অযোগ্য।
আদালতে বিচারাধীন একটি বিষয়ে নির্দিষ্ট ও স্পষ্ট বক্তব্য দিয়ে অ্যাটর্নি জেনারেল আদালতের অবমাননা করেছেন বলে অভিযোগ করেন তিনি।
পত্রিকার খবরের বরাত দিয়ে রুহুল কবির রিজভী বলেন, ৮৫টি উপজেলায় নির্বাচনী কর্মকর্তা নেই। এ অবস্থায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে বাছাই করে আওয়ামীমনা কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব দেয়া হচ্ছে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে। এর মাধ্যমে নির্বাচন নিয়ে সরকারের চক্রান্তের গভীরতা ও ব্যাপ্তি আরো স্পষ্ট হচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজমুল হক নান্নু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও অবসরপ্রাপ্ত সচিব খান মুহাম্মদ ইব্রাহিম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।