দর্পণ ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।

বিএনপির এই তিন নেতা ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বুধবারও মনোনয়নপত্র জমা না দেয়ার ফলে নির্বাচনে অংশ নিতে পারবেন না।

ফেনী-৩ আসনে নিজে এবং ফেনী-১ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আবদুল আউয়াল মিন্টু, মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল-২ এবং ঢাকা-৮ আসনের প্রার্থী হতে চেয়েছিলেন হাবিব–উন–নবী খান সোহেল।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।