হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও -২(বালিয়াডাঙ্গী-হরিপুর,রাণীশংকৈলের একাংশ) আসনের সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মাসুদের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

দোয়ায় অংশ নিয়ে দবিরুল ইসলাম বলেন, নির্বাচনের আচারণ বিধির প্রতি খেয়াল রেখে আমাদের কাজ করতে হবে।

তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিভিন্ন জরিপে আমি এগিয়ে ছিলাম বলেই আমাকে ননোনয়ন দেয়া হয়েছে। এলাকার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন এবং নৌকাপ্রতীকে ভোট দিবেন।

উল্লেখ্য, তিনি সপ্তমবারের মত ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়ে আসছেন। তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে ঠাকুরগাঁও-হ তথা হরিপুর, বালিয়াডাঙ্গী উপজেলার ব্যাপক উন্নয়ন করেছেন।