মোঃশাহাগির মৃধা, সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) :   ব্রাহ্মণবাড়িয়া- ২ (সরাইল-আশুগন্জ) জামাইকে মনোনয়ন দেয়ার প্রতিবাদে শ্বশুর সমর্থকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। ব্রাহ্মণবাড়িয়ার-২ আসনের জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী যুব বিষয়ক উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে তার শ্বশুর দুই বারের এমপি, এড . জিয়াউল হক মৃধার কর্মী-সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিয়াউল হক মৃধার পরিবর্তে রেজাউল ইসলাম ভূইয়াকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে মহাজোটের মনোনয়ন দেয়া হচ্ছে এমন খবরে মৃধার সমর্থকরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
মঙ্গলবার বেলা সোয়া ১১টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে ঢাকা-সিলেট ও কুমিল্লা সিলেট, মহাসড়কে অবস্থান নেয় মৃধার কয়েকশ কর্মী-সমর্থক।

এ সময় তারা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এর ফলে মহাসড়কের দুই পাশের ১২ কিলোমিটার অংশ জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর জিয়াউল হক মৃধা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১২টা) বিক্ষোভ চলছিল।বিক্ষোভকারীরা বলেন, মহাজোট থেকে রেজাউল ইসলাম ভূইয়ার বদলে যেন বর্তমান সংসদ সদস্য জিয়াউল হক মৃধাকে মনোনয়ন দেয়া হয়। অন্যথায় সরাইল-আশুগঞ্জে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।