দর্পণ ডেস্ক : হলিউড তারকা জ্যাকি চ্যানের মেয়ে ইটা নগ (১৯) কানাডার গার্লফ্রেন্ড অ্যান্ডি অটামের (৩১) সঙ্গে সমকামী বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ৮ নভেম্বর। জ্যাকি চ্যান ও সাবেক বিউটি কুইন ইলেন নগ ই লি’র একমাত্র সন্তান ইটা নগ। ১৯৯৯ সালে জ্যাকি চ্যান ও ইলেন নগের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কে জন্ম নেয় ইটা নগ। এরপর সে বড় হতে থাকে মায়ের কাছে।
ইটা নগ আলাদা বসবাস শুরু করে। ২০০৭ সালে কানাডা চলে যায় ইটা নগ। ওই বছরের শেষের দিকে সে কানাডার যুবতী অ্যান্ডি অটামের সঙ্গে প্রেমে মজে যায়। তাদের সমকামী প্রেম জমে ওঠে। এরই পরিণতি ঘটায় তারা ৮ নভেম্বর। ওইদিন দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর বিয়ের সার্টিফিকেট হাতে নিয়ে তারা পোজ দিয়েছে। সেই ছবি ইন্টারনেটে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। চলছে তুমুল আলোচনা, সমালোচনা। বিষয়টি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবো’তে যেন ট্রেনে পরিণত হয়েছে। ইটা নগ এবং অ্যান্ডি অটাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি পোস্ট করে তাতে লিখেছে, ‘আমাদের সবারই কষ্ট থাকে। কিন্তু আপনি যদি ভালোবাসার স্বপ্ন দেখতে পারেন, তাহলেই তা খুঁজে পাবেন। ভালোবাসা কল্যাণকর। তা বিচার করা যায় না। ভালোবাসা শক্তি, ভালোবাসা হলো কারো প্রতি দুর্বলতা। ভালোবাসা বদলে দিতে পারে। ভালোবাসার জয় হয়।’
এপ্রিল মাসে তারা ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করে। তাতে অভিযোগ করে, তাদের পিতামাতা সমকামিতার বিরোধী হওয়ায় তারা এক মাস ঘরছাড়া। এজন্য ওই ভিডিওতে তারা সহায়তা চায়। সে সময় ইটার মা ও সাবেক বিউটি কুইন এলাইন নগ জি লি এশিয়ার একটি সংবাদ বিষয়ক সাইট ‘কোকোনাট’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এই যুগলের কাজ খোঁজা উচিত। অর্থ উপার্জন করতে নগের পিতার খ্যাতির ওপর নির্ভর না করার পরামর্শও দেন তিনি। মেয়ের সমকামিতা নিয়ে জ্যাকি চ্যানের কোনো আপত্তি নেই বলে ‘গে স্টার নিউজ’ নামের একটি মিডিয়া জানিয়েছে।