দর্পণ ডেস্ক : অস্ট্রেলিয়ায় বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার কারণে স্মিথ এবং ওয়ার্নারের ওপর এক বছরের নিষেধাজ্ঞা চলছে। তাই তারা খেলতে পারছেন না জাতীয় দলের হয়ে। আগামী মার্চের আগে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে না। এ কারণে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেতে পারছেন স্মিথ এবং ওয়ার্নার। নিষিদ্ধ এই দুই ক্রিকেটার প্রথমবারের মতো আসছেন এবারের বিপিএলে। ইতিমধ্যেই সিলেট সিক্সার্সের হয়ে বিপিএল মাতাতে আসছেন ডেভিড ওয়ার্নার। স্টিভেন স্মিথকে দলে ভেড়াতে চাইছে সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাশরাফি বিন মর্তুজার হাত ধরে শিরোপা জিতেছিল ২০১৫ সালে। এরপর শেষ দুই আসরের শিরোপা জিতেছে ঢাকা ডায়নামাইটস এবং রংপুর রাইডার্স। এবার আবারো শিরোপা লড়াই করতে চায় কুমিল্লা।

গত বছর যে দলটি তারা খেলিয়েছিল, সেখান থেকে আগেই রেখে দিয়েছে পাকিস্তানের শোয়েব মালিককে। দেশি ক্রিকেটারদের মধ্যে আগে থেকে রেখে দেয়া হয়েছে তামিম ইকবাল, ইমরুল কায়েস ও সাইফউদ্দিনকে। এরপর প্লেয়ার্স ড্রাফটের আগে দুজন করে বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ দেয়া হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে। সে সুযোগে কুমিল্লা দলে নিয়েছে শ্রীলঙ্কার অ্যাসেলা গুনারত্নে এবং ইংল্যান্ডের লিয়াম ডসনকে। এবার দলটাকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলতে স্টিভেন স্মিথের দিকে নজর দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

স্মিথ যোগ হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড হবে- তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, অ্যাসেলা গুনারত্নে, লিয়াম ডসন, স্টিভেন স্মিথ (সম্ভাব্য), আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই ও আমের ইয়ামিন।

কুমিল্লার টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ‘স্মিথের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দিতে পারবো আশা করি।’