দর্পণ ডেস্ক : সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন। আর্জেন্টিনায় এ মাসের শেষে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনের ফাঁকেই এরদোগানের মুখোমুখি হতে চান বিন সালমান। এ কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসোগ্লু।

মঙ্গলবার একটি জার্মান দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যা, তিনি (এমবিএস) বুয়েন্স আয়ার্সে মুখোমুখি বসার বিষয়ে টেলিফোনে এরদোগানকে অনুরোধ করেছেন। এরদোগান জবাব দিয়েছেন, দেখা যাক কি হয়।’ কাভোসোগ্লু বলেন, এই মূহুর্তে ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠকে না বসার কোন কারণ নেই।

প্রসঙ্গত, ৩০শে নভেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েন আয়ার্সে দু’দিনব্যাপী জি-২০ সম্মেলন শুরু হচ্ছে। এতে যোগ দিচ্ছেন এরদোগান ও বিন সালমান। সেখানেই তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে চান সৌদি ক্রাউন প্রিন্স।