দর্পণ ডেস্ক : আওয়ামী লীগ চাঁদপুরের দুটি আসনে নতুন করে প্রার্থী দিয়েছে। এর মধ্যে চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে জাতীয় প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক নেতা শফিকুর রহমানকে। এ আসনে এর আগে দলীয় মনোনয়ন পেয়েছিলেন ড. শামসুল হক ভূঁইয়া।

সূত্র মতে, ফারমার্স ব্যাংকের ঋণ খেলাপির দায়ে শামসুল হক ভূঁইয়ার নির্বাচন করা অনিশ্চিত। এ কারণে এই আসনে পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে চাঁদপুর-২ আসনের বর্তমান এমপি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে নুরুল আমিন রুহুলকে। গত রাত সাড়ে ১১টায় তাদের দলীয় মনোনয়নপত্র দেয়া হয়।