দর্পণ ডেস্ক : আবারও হাসপাতলে ভর্তি করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে।
মঙ্গলবার সকালে অসুস্থতা বোধ করায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে।
এরশাদের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যানকে সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাঁটুর তীব্র ব্যথাসহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি।
তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচন উপলক্ষে দলের মনোনয়ন চূড়ান্ত করার আগে এরশাদের আবারও অসুস্থ হওয়া নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।
এর আগে এরশাদ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিএমএইচে ভর্তি হয়েছিলেন গত ১৬ নভেম্বর।