দর্পণ ডেস্ক : ঢাকায় এসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুজন নির্বাচন বিশেষজ্ঞ । সংশ্নিষ্ট সূত্র জানায়, নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড এবং এরিনি মারিয়া গুনারি মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছেছেন।
অর্ধ শতাধিক দেশে নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা আছে তাদের। আগামী জানুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। প্রয়োজনে তাদের অবস্থানের সময় বাড়তে পারে। নির্বাচনপূর্ব পরিস্থিতি, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী অবস্থা সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নকে বিস্তারিত প্রতিবেদন দেবেন তারা।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, এবারের নির্বাচন পর্যবেক্ষণে বড় দল পাঠানো হবে না।
সূত্র আরও জানায়, এই বিশেষজ্ঞরা কয়েক দিনের মধ্যেই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা এবং পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাভেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠক করবেন।
তবে ইইউ বিশেষজ্ঞরা প্রকাশ্যে কোনো মন্তব্য করবেন না।
এছাড়া তারা সুশীল সমাজের প্রতিনিধি এবং নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে মতবিনিময় করবেন।