দর্পণ ডেস্ক : মুম্বাইতে হচ্ছে দীপবীরের বিয়ের রিসেপশন। এতে দীপিকার পক্ষ থেকে দাওয়াত দেয়া হয়নি ক্যাটকে। তবে দীপিকা আমন্ত্রণ না জানালেও রনবীর সিং সবাইকে অবাক করে দিয়ে ঠিকই গ্র্যান্ড হায়াত রিসোর্টে ক্যাটকে আমন্ত্রণ জানিয়েছেন।

গ্র্যান্ড হায়াতের দুই সেলিব্রেটির রিসেপশনে তারার মেলাই বসবে পহেলা ডিসেম্বর। ওইদিন শাহরুখ খান, সালমান খান, আমির খান, করণ জোহর, অমিতাভ বচ্চন, সঞ্জয় লীলা বানসালীসহ অনেক তারকাদের আসার কথা রয়েছে। সবাইকে নির্ধারিত কালো রংয়ের পোশাক পরে অনুষ্ঠানে আসার জন্য নিমন্ত্রণ জানিয়ছেন এ নবদম্পতি।

ক্যাটরিনা চারদিন আগে নিমন্ত্রনপত্রটি পেয়েছেন। তিনি এই বিষয়ে সালমান খানের সঙ্গে আলোচনা করবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তিনি যাবেন।

প্রসঙ্গত, দীপিকা রণবীর সিংয়ের সঙ্গে প্রেমের আগে দীর্ঘদিন প্রেম মজেছিলেন বলিউডের আরেক রণবীরের সঙ্গে। ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাডুকোনের সাবেক প্রেমিক বলিউডের আরেক হার্ট-থ্রোব রণবীর কাপুর। গুজব রয়েছে, ক্যাটরিনার জন্যই রনবীর এবং দীপিকার সর্ম্পকের ফাটল ধরে। এ জন্য স্নায়বিক একটা দ্বন্দ্ব তৈরি হয় তাদের মাঝে। সেই রণবীর কাপুরকে ছেড়ে আসার পরই দীপিকার সঙ্গে ক্যাটরিনা কাইফের দ্বন্দ্ব শুরু হয়।