দর্পণ ডেস্ক : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান ‘থাগস অব হিন্দুস্থান’এর ব্যর্থতার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন তিনি।
সোমবার এক সাক্ষাৎকারে আমির খান বলেছেন যে, ‘এই ছবি যে দর্শক নেননি তার সমস্ত দায়িত্ব আমি আমার কাঁধে নিচ্ছি। আমার মনে হয় আমাদের কোথাও একটা ভুল হয়ে গিয়েছে এবং কাউকে না কাউকে তো সে দায়িত্ব নিতে হবে। আমি নিলাম সে দায়িত্ব। তবে এটা বলতে পারি যে আমরা সবাই প্রাণ দিয়ে চেষ্টা করেছিলাম। কিন্তু কোথাও একটা ভুল হয়েছে’।
মুক্তির প্রথম দিনে ভারতীয় সিনেমার বক্স অফিসে রেকর্ড পরিমাণ আয় করেও (৫২কোটি ২৫লাখ রুপি) দর্শকদের মন জয় করতে পারেনি ছবিটি। তাই ফ্লপের তালিকাতেই যাচ্ছে আমির খান ও অমিতাভ বচ্চন অভিনীত ‘থাগস অব হিন্দুস্থান’।