দর্পণ ডেস্ক : ইউএসএআইডির উদ্যোগে চট্টগ্রামের পটিয়া উপজেলার লাখেরা উচ্চ বিদ্যালয় মাঠে এনজিও উজ্জীবনের ‘ডেভলপমেন্ট প্রোগ্রামে’ স্কুল শিক্ষার্থীদের প্রীতি ক্রিকেট ম্যাচে লাখেরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সীমা আকতারের করা বলটি খেলতি পারেননি রিয়াদ। প্রীতি ম্যাচে রিয়াদকে আরও বল করেন- তাজনিয়া, ফারহানা সুলতানার, জিতু ও শাহিদা আক্তারসহ ১২ ছাত্রী।

খেলা শেষে স্কুল পরিদর্শন করেন মাহামুদুল্লাহ। এ সময় তিনি পুষ্টিকর খাবার, পরিস্কার-পরিচ্ছন্নতা, বাল্য বিয়ে রোধসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন।

স্কুল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, ২০১৭ সালে ইউএসএআইডি তাকে যুব উন্নয়ন ক্ষেত্রে শুভেচ্ছাদূত ঘোষণা করে। তখন থেকেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য মাধ্যমের সাহায্যে যুবসেবামূলক কাজে জড়িয়ে পড়েন ও নিজেকে যুক্ত করেছেন হাজারো তরুণ-তরুণীর সঙ্গে।