দর্পণ ডেস্ক : বড় কোনো তারক হয়ে উঠেননি তিনি তবু নানা কারণে ইলিয়ানার মঞ্চ কাঁপাচ্ছেন দারুন ভাবে। এছাড়াও কয়েকটি ছবিতে অভিনয় করে বেশ আলোচিত তিনি। অভিনয় ছাড়াও আইটেম গানেও কোমড় দুলিয়ে মঞ্চ মাত করতে দেখা যাই এই দক্ষিণী নায়িকাকে। দীর্ঘ বিরতির পর তেলেগু ভাষার ‘বিনয়া বিধেয়া রামা’ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করবেন তিনি।

মাত্র এক রাত শুটিং করতে হবে এই গানের জন্য। আর সেই এক রাতের জন্য ইলিয়েনা ৬০ লাখ রুপি পারিশ্রমিক চেয়েছেন। মোটা অঙ্কের এ পারিশ্রমিক দিতে সিনেমাটির পরিচালক বোয়াপতি শ্রীনু রাজিও হয়েছেন।

আগামী বছরের ১৫ জানুয়ারি ডিভিভি এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘বিনয়া বিধেয়া রামা’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ এ ছবিতে অভিনয় করছেন। এছাড়াও, এতে আরও অভিনয় করছেন-কিয়ারা আদভানি, বিবেক ওবেরয় প্রমুখ।