দর্পণ ডেস্ক : মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো উন্নত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আগামী নির্বাচনকে গুরত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং হিসেবে অভিহিত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে।

সোমবার সিরাজগঞ্জের কাজিপুরে এক সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট-১৪ দলের সমন্বয়ক নাসিম।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি নয়, উন্নয়নের রাজনীতি করে। উন্নয়ন ও মানুষের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে বলে আশাপ্রকাশ করেন নাসিম।

এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ইউএনও কার্যালয়ে গিয়ে মোহাম্মদ নাসিম মনোনয়নপত্র জমা দেন।

সমাবেশ শেষে তিনি বিশেষ মোনাজাতে অংশ নেন। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন।