নীল রতন কুন্ডু নিলয়, পটুয়াখালীর কলাপাড়া থেকে :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালি) এলাকা নিয়ে গঠিত এই আসনটি গুরুত্বপূর্ণ আসন হওয়ায় আওয়ামী লীগ ও বিএনপি এই আসনটিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে।
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চুড়ান্ত নমিনেশন চিঠি গত ২৫ নভেম্বর হাতে পেয়েছেন অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব। আওয়ামীলীগের মনোনয়ন চুড়ান্ত হওয়ার পরে কলাপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল করেছে কলাপাড়া আওয়ামীলীগ ও সহযোগী সংঘটনের নেতৃবৃন্দ।
অপর দিকে বিএনপি থেকে মহাসচিব ফকরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি ২৬ নভেম্বর এবিএম মোশাররফ হোসেন হাতে পেয়েছেন। এবিএম মোশাররফের হোসেনের পক্ষে বিগত ১৫ দিন যাবৎ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন ও দলীয় কার্যালয়ে দোয়া, মিলাদ, গনসংযোগ চালাচ্ছেন।
এদিকে কলাপাড়া পৌর আওয়ামীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার জানান জননেত্রী শেখ হাসিনা মহিব্বুর রহমানকে মনোনয়ন দেওয়ায় পটুয়াখালী-৪ আসনের আওয়ামীলীগ ও সহযোগী সংঘটনের নেত্রীবৃন্দ আরও ঐক্যবদ্ধ হয়ে অতীতের চাইতেও বেশি ভোটের ব্যাবধানে নৌকার জয় সুনিশ্চিত করবে।
অপরদিকে কলাপাড়া পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নূর বাহাদুর তালুকদার জানান এবিএম মোশাররফ হোসেন আবারও মনোনয়ন পাওয়ায় কলাপাড়া, রাঙ্গাবালি ও মহিপুরের জনগন অতীতে যেভাবে বিএনপি কে ভোট দিয়েছিল এবার আরও বেশি ভোট দিয়ে এই আসনে জয়যুক্ত করবে ধানেরশীষ কে।
এদিকে সাধারণ জনগন অতি উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট প্রদান করে তাদের পছন্দের প্রার্থী নিচিত করবেন এমন আমেজ সমগ্র কলাপাড়া, রাঙ্গাবালি ও মহিপুর এলাকায় মানুষের মাঝে বিরাজ করছে।