দর্পন ডেস্ক : এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করার পর বিয়ে করতে বেঁকে বসে যুবক। এমনকি যুবকের বাড়িতে গেলে কিশোরীকে মারধর করে বের করে দেওয়া হয়।

ওই কিশোরীর বাবার করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক ছেবগাতুল্লা মোল্লাকে গ্রেপ্তার করেছে ঢোলাহাট থানার পুলিস। তার বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঢোলাহাটের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের কোয়াবেড়িয়ার বাসিন্দা ওই কিশোরীর সঙ্গে প্রতিবেশী ছেবগাতুল্লার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকবার সহবাস করে সে। কিন্তু বিয়ের প্রস্তাব দিলে বেঁকে বসে। অভিযোগ, কিশোরীকে মারধরও করা হয়। শুক্রবার ঢোলাহাট থানায় অভিযোগ দায়ের হয়।

কিশোরীর মেডিক্যাল করানো হয় কাকদ্বীপ হাসপাতালে। তাকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।