দর্পণ ডেস্ক : গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক সংবাদ সম্মেলনে দলটিতে যোগ দেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
গোলাম মাওলা রনি বলেন, ’আমি নিজে স্বজ্ঞানে আমার দল আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিলাম। বিএনপি থেকে নির্বাচন করবো।’ এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত ছিলেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন গোলাম মাওলা রনি।
প্রসঙ্গত, ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম মওলা রনি।