দর্পণ ডেস্ক : সোমবার সকাল ১০টায় ভারতের ব্যাঙ্গালুরের শীর্ষ পর্যায়ের বেসরকারি ক্লিনিক স্পর্শ অর্থপেডিক হাসপাতালে ডা. প্রশান্ত তেজওয়ানি এই অপারেশন করেন। তাঁকে দুই দিনের জন্য অভজারভেশন রুমে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন চামেলীর ভাগ্নি মুশফিকা রোজি। তিনি জানান, প্রায় আড়াই ঘন্টার অপরাশেন ভাল হয়েছে। দেশবাসীর দোয়া কামনা করেছেন চামেলী।
প্রসঙ্গত, চামেলীর পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘদিন থেকে অবস্থান করছিলেন রাজশাহী মহানগরীর দরগাপাড়ার জরাজীর্ণ একটি ঘরে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে অনেকেই তার পাশে এসে দাঁড়ান।