দর্পণ ডেস্ক : প্রিয়াঙ্কা বিয়ের পর নিজের পদবী চোপড়ার সঙ্গে নিকের পদবীকেও রাখবেন।
প্রিয়াঙ্কা দিল্লিতে তাঁর আসন্ন ছবি ‘স্কাই ইস পিঙ্ক’–এর শুটিং করার সময় তাঁকে সারপ্রাইজ পার্টি দেন ছবির অন্যান্য কলা–কুশলীরা।
পার্টিতে ছিল শ্যাম্পেন ও কেক। এই কেকের ওপরই লেখা ছিল ‘পিসিজে’। এখান থেকেই বোঝা যাচ্ছে, প্রিয়াঙ্কা হয়ত তাঁর বিয়ের পর নিজের পদবীর সঙ্গে নিকের পদবী জোনস ব্যবহার করতে পারেন।
ইতিমধ্যেই প্রিয়াঙ্কা–নিকের বিয়ের অনুষ্ঠানের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দু’দিন আগেই দিল্লি এসেছেন নিক জোনস। এরই মধ্যে মুম্বইয়েও চলে এসেছেন নিক–প্রিয়াঙ্কা।
২ ডিসেম্বর চারহাত এক হবে যোধপুরের উমেদ ভবনে। তবে এই বিগ ফ্যাট ওয়েডিংয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে ২৯ ডিসেম্বর থেকে।