দর্পণ ডেস্ক : ঘটনাটি ঘটেছে, ভারতের পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। মৃত মায়ের সঙ্গে তোলা সেই সেলফি তিনি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন। সঙ্গে সঙ্গেই সেই ছবি ভাইরাল হয়ে গেছে। শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।

গণেশ দাস স্বর্ণালঙ্কার তৈরির কাজ করেন। কাজের সূত্রে তাকে থাকতে হয় অন্য রাজ্যে। বুধবার রাতে সংবাদ পান তার মা গীতাকে সাপে কামড় দিয়েছে। চিকিৎসার জন্য তাকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

গণেশের দুই ভাই ও বোনেরা সৎকারের জন্য শ্মশানে নিয়ে গেলে সোজা শ্মশানে ছুটে যান গণেশ। সেখানে গিয়ে মায়ের দেহ দাহ করার জন্য বাঁশের খাটিয়ায় শুইয়ে রাখা দেহের সঙ্গেই সেলফি তোলেন গণেশ। মায়ের দেহ সৎকারের কাজ শেষে সেই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন গণেশ।

তিনি জানান, মাকে খুব ভালবাসতেন তিনি। সে কারণেই তিনি মায়ের মৃতদেহের সঙ্গে এই সেলফি তুলেছেন স্মৃতি হিসাবে।