কলাপাড়া (পটুয়খালী) প্রতিনিধি: ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪, (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র গণ-অভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতা এবিএম মোশাররফ হোসেন।
নির্বাচন উপলক্ষ্যে কলাপাড়ার এ আসনে এবিএম মোশাররফ হোসেনের পক্ষে এ নির্বাচনী এলাকায় প্রায় প্রতিদিনই আলোচনা সভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হচ্ছে ।
বিএনপি সূত্রে জানা যায়, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি’র সাবেক সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সৎ, পিরচ্ছন্ন, মেধাবী ও সাহসী নেতা হিসেবে রাজনীতিতে তার সুনাম রয়েছে। গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা
ও বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে বরাবরই সক্রিয় এবিএম মোশাররফ হোসেন। সম্প্রতি এক মাস কারাভোগও করেছেন তিনি।
কলাপাড়া উপজেলা বিএনপিতে যোগদানের পর থেকে তিনি এলাকায় বিএনপির রাজনীতিকে সুসংহত করতে চেষ্টা অব্যাহত রেখেছেন। নিজের জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি বিএনপিকেও শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন তিনি। দলীয় নেতাকর্মী ছাড়াও এবারের নির্বাচনে তার নির্বাচনী এলাকার জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই গণসংযোগ শুরু করেছেন দলীয় নেতা-কর্মী, সমর্থকবৃন্দ। দলের নেতাকর্মীদের যেকোন প্রয়োজনে তিনি সব সময়ই পাশে থেকে দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে গনজোয়ার ও চমক সৃষ্টি করেন তিনি। এবারও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে তিনি বিজয়ী হবেন বলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা দৃঢ় আশা ব্যক্ত করেন। কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেন বলেন, ’আমার নির্বাচনী আসনের ভোটাররা পরিবর্তনের আশায় অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। আগামীতে নির্বাচনকে তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তির লড়াই হিসেবেই দেখছেন।
তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই আমি কলাপাড়া-রাঙ্গাবালী আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী।